রাজধানীর মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজে ফের শিক্ষক হেনস্তার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির গভর্নিং বডির একজন শিক্ষক প্রতিনিধির অভিযোগ, সভাপতি আবদুল মতিন ভূইয়া, প্রাথমিকের প্রভাতি শাখার প্রধান লুবনা আক্তারসহ আরও দুইজন অন্যান্য শিক্ষকদের সমানে তাকে হেনস্তা ও গালিগালাজ করেছেন।
রোববার দুপরে প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতির কক্ষে এ ঘটনা ঘটেছে। ওই শিক্ষক মতিঝিল থানা পুলিশকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।
ওই শিক্ষক দৈনিক শিক্ষাডটকমকে জানান, বই উৎসব উপলক্ষে রোববার দুপুরে গভর্নিং বডির সভাপতি আবদুল মতিন ভূইয়া নিজ কক্ষে অবস্থান করছিলেন। আমি শিক্ষক প্রতিনিধি হিসেবে ২০-২৫ জন শিক্ষককে নিয়ে প্রতিষ্ঠানের রুটিন, ক্লাস ইত্যাদি ক্ষেত্রে বিশৃঙ্খলা রয়েছে সে বিষয়ে তাকে জানাই। এক পর্যায়ে সভাপতির সঙ্গে আমার কথা কাটাকাটি হয়। এসময় সভাপতি আমাকে গেটআউট বলে রুম থেকে বের করে দিতে চান। এসময় প্রাথমিকের প্রভাতি শাখার প্রধান লুবনা আক্তার আমাকে বলেন, তোর এতো তেজ কেন?। এ পরিস্থিতিতে তাদের অনুগত সাইফুল আলম ও ইসমাইল হোসেন সেখানে উপস্থিত হয়ে আমাকে গালিগালাজ করেন ও দেখে নেয়ার হুমকি দেন। এসময় সাইফুল আমাকে হুমকি দিয়ে বলেন, তোকে দুই দিনের মধ্যে শেষ করে দেবো।
তিনি আরও জানান, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আবদুল মতিন ভূইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
জানতে চাইলে মতিঝিল থানার অফিসার মোহাম্মদ ইয়াসির আরাফাত খান রোববার রাতে দৈনিক শিক্ষাডটকমকে বলেন, প্রতিষ্ঠানটির শিক্ষকরা একটি বিষয়ে জানিয়েছেন। এ বিষয়ে কোনো জিডি বা মামলা হয়নি। আমরা সোমবার সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর মাসে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা ড. মুন্সী শরীফ-উজ্জামানকে হেনস্তা করার অভিযোগ উঠেছিলো প্রতিষ্ঠানটির গভর্নিং বডির তিনজন সদস্যের বিরুদ্ধে। এর আগে ২০১৯ খ্রিষ্টাব্দের প্রতিষ্ঠানটিতে ‘টর্চার সেল’ করে শিক্ষক-কর্মচারীদের নির্যাতন করার অভিযোগ উঠেছিলো গভর্নিং বডির তৎকালীন সভাপতি আওলাদ হোসেনের বিরুদ্ধে।