দৈনিকশিক্ষাডটকম, ঢাবি : মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় চারজনকে সাময়িক বহিস্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ শে জানুয়ারি) ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কৃতরা হলেন-বিজয় একাত্তর হলের কর্মী মাশফিউর রহমান, ফিরোজ আলম অপি, আব্দুল্লাহ আল মারুফ ও নিঝুম ইফতার।
জানা যায়, মধুর ক্যান্টিনে এদিন দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানকে সালাম দেয়া নিয়ে ছাত্রলীগের বিজয় একাত্তর হল শাখা ও মাস্টার দ্যা সূর্যসেন হল শাখার নেতা-কর্মীদের মধ্য মারামারির ঘটনা ঘটে। উভয় গ্রুপই শেখ ইনানের অনুসারী৷ এ ঘটনায় সূর্যসেন হলের সাবেক উপ-দপ্তর সম্পাদক কামরুল হাসান গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
এ ছাড়া আহত হয়েছেন ঢাবির তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সাইদুর রহমান শান্ত এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের শান্ত এবং তিতুমীর কলেজ ছাত্রলীগের এককর্মী।