মধ্যরাতে চবির ছাত্র হল থেকে ছাত্রী আটক - দৈনিকশিক্ষা

মধ্যরাতে চবির ছাত্র হল থেকে ছাত্রী আটক

চবি প্রতিনিধি |

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটে ছাত্রদের হলে অভিযান চালিয়ে এক ছাত্রীকে আটক করা হয়।

গত বুধবার মধ্যরাতে চট্টগ্রাম শহরের বাদশা মিয়া সড়কে অবস্থিত চারুকলা ইনস্টিটিউটে এই অভিযান চালানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্লাসে ফেরা নিয়ে চারুকলার ছাত্রদের দুটি পক্ষের পাল্টাপাল্টি অবস্থানের কারণে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা ও বহিরাগতদের উচ্ছেদে এই অভিযান চালানো হয়। অভিযানে রাত সাড়ে ১২টার দিকে শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১০৫ নম্বর কক্ষ থেকে ইনস্টিটিউটের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এ ছাড়া আরেকটি কক্ষ থেকে মাদকদ্রব্যও উদ্ধার করা হয়। 

তবে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, ওই ছাত্রী এক ছাত্রের জন্য বাইরে অবস্থান করছিলেন। প্রক্টরিয়াল বডি সবাইকে রুমে প্রবেশ করতে বলায় তিনি রুমে প্রবেশ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া জানান, নিয়ম অনুযায়ী হোস্টেল ওয়ার্ডেনের অনুমতি ছাড়া কখনোই ছাত্রীরা ছাত্রদের হোস্টেলে প্রবেশ করতে পারেন না। কিন্তু ওই ছাত্রী কোনো অনুমতি না নিয়ে অবস্থান করায় তাঁকে আটক করা হয়।

পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আন্দোলনকারীদের একজন মো. শহীদ বলেন, রাতে চারুকলার দুটি গেট দিয়েই পুলিশ ও প্রক্টরিয়াল বডির লোকজন আসেন। এ সময় বিশ্ববিদ্যালয় থেকে আসা এক ছাত্রী আরেকজনের সঙ্গে বাসায় যাওয়ার জন্য চারুকলায় অপেক্ষা করছিলেন। প্রক্টরিয়াল বডির লোকজন সবাইকে কক্ষে যেতে বলেন, তিনিও একটি কক্ষে গিয়ে বসেন। এরপরই যার জন্য অপেক্ষা করছিলেন, তিনি বিষয়টি বিস্তারিত খুলে বললে তাঁকে ছেড়ে দেওয়া হয়। তবে মুচলেকার বিষয়টা একটু বাড়াবাড়ি হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার দাবিতে ৯৩ দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে সম্প্রতি শিক্ষার্থীদের আরেকটি অংশ ক্লাসে ফেরার দাবিতে পাল্টা অবস্থান নেয়।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0032789707183838