মধ্যরাতে রাতে হল তল্লাশি : আতঙ্কে শিক্ষার্থীরা - দৈনিকশিক্ষা

মধ্যরাতে রাতে হল তল্লাশি : আতঙ্কে শিক্ষার্থীরা

দৈনিক শিক্ষাডটকম, রাবি |

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার প্রতিবাদে মধ্যরাতে স্লোগান দিতে শুরু করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এসময় রড, স্ট্যাম্প ও লাঠিসোঁটা নিয়ে হলে প্রবেশ করেন এবং বিভিন্ন রুমে তল্লাশি চালান ছাত্রলীগের নেতাকর্মীরা। ফলে পুরো ক্যাম্পাস জুরে আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (১৫ জুলাই) দিবাগত দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের প্রথম ব্লকের তৃতীয় ও দ্বিতীয় তলার বিভিন্ন রুমের শিক্ষার্থীদের সঙ্গে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাত ১টায় বিভিন্ন হলের রুম থেকে বের হয়ে কোটা সংস্কারের দাবিতে স্লোগান দেয়া শুরু করেন। মাদারবখশ হলের শিক্ষার্থীরা স্লোগান দেয়া শুরু করলে কিছুক্ষণের মধ্যেই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব হলের ভিতরে প্রবেশ করেন। পরে তার নেতৃত্বে নেতাকর্মীরা রড, স্ট্যাম্প, লাঠি নিয়ে হলের প্রথম ব্লকের তৃতীয় তলার বিভিন্ন রুমে তল্লাশি চালান। এসময় তিনি নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাদেরকে শাসানো হয়। পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের দেখে তারা হলের আবাসিক শিক্ষার্থীদের স্লোগান এবং হাড়িপাতিল নিয়ে শব্দ করতে নিষেধ করেন। এসময় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুও উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মাদার বখশ হলের প্রভোস্ট মো. রোকোনুজ্জামান ও প্রক্টর আসাবুল হক ঘটনাস্থলে আসেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মাদার বখশ হলের এক শিক্ষার্থী বলেন, আমাদের ব্লকের শিক্ষার্থীরা স্লোগান দিয়েছিলো ফলে ছাত্রলীগের নেতাকর্মীরা রুমে রুমে তল্লাশি চালান। কেউ ভয়ে রুমের দরজা খুলতে না চাইলে, দরজা ভাঙার চেষ্টা চালান তারা। আমরা খুব আতঙ্কে আছি। যৌক্তিক দাবি নিয়ে সরকারের বিপক্ষে শিক্ষার্থীরা কথা বলবে এটাই স্বাভাবিক কিন্তু ছাত্রলীগ ও পুলিশ যা শুরু করেছে তা কোনোভাবেই একটি গণতান্ত্রিক দেশে হতে পারে না।

এ বিষয়ে জানতে চাইলে মাদার বখশ হলের প্রভোস্ট মো. রোকোনুজ্জামান বলেন, তাদের যে কোটা আন্দোলন রয়েছে সেটি ভিন্ন জিনিস। রাত ১টার সময় থালাবাসন বাজিয়ে হলে যে ভীতিকর পরিবেশ তৈরি করেছে শিক্ষার্থীরা সেটি অবশ্যই অন্যায়। এমনটি জানার পর প্রক্টর ও ছাত্র উপদেষ্টার সঙ্গে কথা বলে আমি দ্রুতই হলে এসেছি।
ছাত্রলীগ হল তল্লাশি করতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কোনো কিছু আমি শুনিনি বা দেখিনি। আমি হলে এসেই দেখি পরিবেশ অনেকটাই শান্ত। সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো সিরিয়াস বিষয় আমি এখনো পর্যন্ত দেখিনি।

 

শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী - dainik shiksha শিক্ষার্থীদের রাজাকার শ্লোগান লজ্জার: প্রধানমন্ত্রী কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত - dainik shiksha কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা স্থগিত উপহার দিলেই এমপিওভুক্তি! - dainik shiksha উপহার দিলেই এমপিওভুক্তি! কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী - dainik shiksha কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরো ৪ কর্মকর্তা-কর্মচারী ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত - dainik shiksha ঢাবির জরুরি বৈঠকে প্রভোস্ট কমিটির পাঁচ সিদ্ধান্ত কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ - dainik shiksha কোটার পক্ষে-বিপক্ষে আন্দোলনকারীদের পাল্টাপাল্টি কর্মসূচি আজ শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ - dainik shiksha শিক্ষামন্ত্রী দেশে ফিরছেন আজ র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে - dainik shiksha র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা কলেজগুলোর নাম এক নজরে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0061819553375244