কুড়িগ্রামের রৌমারীর মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল্ক’ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। রোববার সকালেয় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে ওই বিদ্যালয়ে মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
জানা গেছে, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রাণি সম্পদ অধিদপ্তরের আওতায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প অর্থায়নে স্কুল মিল্ক কর্মসূচি পরিচালিত হয়। দেশের ৫০টি বিদ্যালয়ে এ প্রকল্পের পাইলটিং চলছে। তারই অংশ হিসেবে রৌমারী উপজেলার মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ এমএল ওজনের ১টি করে দুধের প্যাকেট ১৫০ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইমান আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সুরায়রা সুলতানা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কায়ুম চৌধুরীসহ।