স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে বস্তাভর্তি টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে ছাত্রজনতা। গাড়িচালক পালিয়েছে গেছে। তবে আটক হওয়া ব্যক্তি বস্তায় থাকা টাকাগুলো নিজের অফিস কর্মচারীদের বেতনের টাকা বলে দাবি করেছেন। বস্তাটিতে আড়াই কোটি টাকা রয়েছে বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।
বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানী উত্তরা হাউসবিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে।
ফারদিন নামের এক ছাত্র জানান, গাড়ির ভেতর বস্তা দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে আমরা সেটি খুলে টাকা দেখতে পেয়ে গাড়িটিকে আটক করি।
সরেজমিন গিয়ে দেখা যায়, গাড়িতে থাকা মাসুদ আলম নামের একজনকে আটক করে উত্তরা টাউন কলেজে ঘিরে রেখেছেন ছাত্রজনতা। শেষ খবর অনুযায়ী বিকেল ৪টা ৫০ মিনিটে স্থানটিতে সেনাবাহিনী প্রবেশ করে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে। অপরদিকে গাড়িচালক পালিয়েছে বলে জানিয়েছেন ছাত্ররা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা টাউন কলেজের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, আটক গাড়িটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো রয়েছে।