মন্দিরে হামলা করে দায় চাপানোর অপরাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আমরা বিশ্বাস রাখতে চাই সংখ্যালঘুদের নিয়ে আর কোনো রাজনৈতিক বাণিজ্য হবে না। মন্দিরে হামলা করে অন্যের ওপর দায় চাপানোর যে অপরাজনীতি করবে না।
ফেসবুকে দেখলাম, দেশের তিন জায়গায় মন্দিরে হামলা করার সময় তিনজন হাতেনাতে ধরা পড়েছে। এক জায়গায় হিন্দু সম্প্রদায়ের একজন সদস্য আর অন্য দুই জায়গায় আওয়ামী লীগের দুইজন সদস্য। সাধারণ মানুষ বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে এরা ধরা না পড়লে হয়তো রাজনৈতিক ব্যাখ্যা দেয়া হত।
শুক্রবার দিবাগত রাতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বারোয়ারী পূজা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ঝিনাইদহের মানুষ ধর্মভীরু, সে যে ধর্মেরই হোক। তবে এখানে ধর্মান্ধতা নেই, জঙ্গিবাদ নেই। এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই আগামী দিনে ভ্যানগার্ড হিসেবে কাজ করবেন। মনে রাখবেন, মন্দিরের ওপর হামলা মানে আমাদের সম্প্রীতির বন্ধনের ওপর আঘাত। নিজেদের মূল্যবোধের জায়গা থেকে এসব অপসংস্কৃতি রুখে দাঁড়াবেন।
এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র, বারোয়ারী পূজা মন্দিরের সভাপতি বিকাশ রায়, সাধারণ সম্পাদক সাধন সরকারসহ মন্দির কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।