দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: ক্রমবর্ধমান তাপপ্রবাহে স্কুল-কলেজ ও মাদরাসার পাঠদানের বিষয়ে সরকারের কয়েকটি চিন্তা। সিলেবাস শেষ করতে ছুটি না বাড়িয়ে অনলাইনে ক্লাস অথবা মর্নিং স্কুল বা সকালে শুরু হয়ে সংক্ষিপ্ত পাঠদান। অথবা অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠদান করানো।
প্রাথমিক ও মাধ্যমিকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের তাপপ্রবাহের ছুটি আগামী শনিবার (২৭ এপ্রিল) শেষ হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সরকারি সফরে বিদেশে রয়েছেন। দুয়েক দিনের মধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তরের শীর্ষ কর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন।
ছুটির বাড়ানোর বিষয়ে মাউশি অধিদপ্তরের পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক সৈয়দ জাফর আলী বুধবার সকালে বলেন, তাপপ্রবাহ অব্যাহত থাকলে ক্লাস বন্ধ না রেখে অনলাইন কিংবা মর্নিং স্কুল বা অ্যাসাইনমেন্টের মাধ্যমে কীভাবে শিক্ষার্থীদের পাঠদানে যুক্ত রাখা যায়, সেই চিন্তা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দুই মন্ত্রণালয়।
এদিকে দৈনিক ইত্তেফাক পত্রিকার ডিজিটাল ভার্সনে সৈয়দ জাফর আলীর বরাত দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে আজ বুধবার তাকে অবাক হয়েছেন তিনি। বৃহস্পতিবার সকাল দশটার দিকে তিনি বলেন, ‘দৈনিক ইত্তেফাক বা কোনো সাংবাদিকের সঙ্গে অনলাইন ক্লাসের বিষয়ে কথা হয়নি আমার।’’
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত বলেন, আগামী রোববার থেকে ক্লাস খুলছে নাকি ছুটি বাড়ছে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামীকাল শুক্রবার এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে। যদি তাপপ্রবাহ না কমে তবে অনলাইন ক্লাস চালু কিংবা মর্নিং স্কুল করার চিন্তা রয়েছে।