দৈনিক শিক্ষাডটকম, ঝালকাঠি: ঝালকাঠি সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং কলেজ ক্যাম্পাসে নবনির্মিত দশম তলা একাডেমিক ভবন রোববার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু প্রধান অতিথি হিসেবে ফলক উম্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে। মাদকের বিরুদ্বে ছাত্র-শিক্ষক একযোগে কাজ করতে হবে। কলেজ ক্যাম্পাসে বড় বড় ভবন নির্মিত হলেই জাতির উন্নতি হয় না। শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করলে দেশ, সমাজ ও জাতির উন্নতি হয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল করতে পড়াশোনায় মনোযোগ দিতে হবে। মাদক থেকে দূরে থাকতে হলে খেলাধুলার বিকল্প নেই।
কলেজ অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শুকদেব বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী, ঝালকাঠি সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ মো. হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বিভাগীয় প্রধান (ইংরেজি) মো. ইলিয়াস বেপারী।