গাজীপুরের কালিয়াকৈরে মাটির ঘর খুঁড়তে গিয়ে পাওয়া একটি হাঁড়িতে শত বছরের পুরোনো একটি গ্রেনেডের সন্ধান মিলেছে। পরে ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
বুধবার উপজেলার মধ্যেপাড়া ইউনিয়নের জেঞ্জিচালা দক্ষিণপাড়া থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
স্থানীয় রফিকুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, ওই এলাকার রহিজ মিয়া নতুন বাড়ি তৈরির জন্য মাটির একটি ঘর ভাঙার কাজ করছিলেন। ঘরের কয়েক ফুট নিচে থাকা একটি মাটির হাঁড়ি কোদালের আঘাতে ভেঙে গেলে বোমাসদৃশ বস্তু দেখতে পান শ্রমিকরা।
বাড়িটির মালিক রহিজ মিয়া জানান, পরে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে বস্তুটিকে গ্রেনেড বলে নিশ্চিত করে এবং তা থানায় নিয়ে যায়।
কালিয়াকৈরের মৌচাক ফাঁড়ির পরিদর্শক মো. শহিদুল ইসলাম বলেন, গ্রেনেডটি দেখে মনে হচ্ছে শত বছরের পুরোনো। সেটি উদ্ধার করে বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। বোমা ডিস্পোজাল টিমকে জানিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।