মাতৃভাষার মাধ্যমেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত সম্ভব বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন সচিব।
সচিব আরও বলেন, শিশুদের সঠিক উচ্চারণ ও শুদ্ধভাবে বাংলা লেখা ও বলা শিখিয়ে তাদের চেতনায় ও প্রেরণায় বাংলা ভাষার মর্ম উপলব্ধি করার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের তাদের ভাষায় শিখন-শেখানোর প্রয়াসও চলছে।
এদিন গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তারা শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবতা পালন করেন। এসময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মহাপরিচালক আবদুল মান্নান ও মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।