দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বার মাদক গডফাদারের তালিকায় নাম পাওয়া গেছে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য বদির পরিবারের আরও দুই সদস্যের। গত দুবছর অনুসন্ধান করে মাদক কারবারে জড়িত ১২২ জনকে গ্রেফতারের পর ১০ জন গডফাদারকে চিহ্নিত করেছে সংস্থাটি। বুধবার সিআইডি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পরিসংখ্যান বলছে, প্রতিবছর প্রায় ৮০ হাজার মাদক মামলা হয় দেশে। এ তথ্য আমলে নিয়ে সম্প্রতি ৩৫টি মাদক মামলার তদন্তে নামে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। গত দুবছরে ১০ মামলার অনুসন্ধান শেষে সামনে আসে চাঞ্চল্যকর সব তথ্য।
বুধবার মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, মাদক কারবারে জড়িত ১২২ জনকে গ্রেফতারের পর আন্ডারওয়ার্ল্ডে ডন হিসেবে পরিচিত ১০ জনের নাম পেয়েছেন তারা। যারা এর আগে কখনো আইন-শৃঙ্খলাবাহিনীর নজরেই ছিলেন না। মাদকের কারবার করে তাদের উপার্জন ছিলো ২শ কোটি টাকার মতো।
এর মধ্যে মাদক আন্ডারওয়ার্ল্ডে পরিচিত কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য বদির পরিবারেরও সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানায় সিআইডি। মাদক মামলার মানিলন্ডারিং সংক্রান্ত বিষয়ে তদন্ত করতে গিয়ে বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুর শুক্কুরের নাম পায় তারা। সব সাক্ষ্যপ্রমাণ পেলে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে জানায় সিআইডি।
সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া জানান, মাদক বিক্রির টাকা কারবারিরা আত্মীয়স্বজনের নামে অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করে থাকে। তাই হঠাৎ ফুলে ফেঁপে উঠা সাধারণ মানুষের দিকেও নজরদারি রাখছে সিআইডি।