জালিয়াতি করে পদোন্নতি নেয়া ও এক শিক্ষককে পদোন্নতি না দেয়ার অভিযোগে সশরীরে মাদরাসা অধিদপ্তরে এসে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এই ঘটনায় অভিযুক্ত পটুয়াখালীর মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসা. ফাতেমা ইয়াসমিন। আর ভুক্তভোগী একই মাদরাসার আরবি শিক্ষক মো. সাইদুর রহমান।
জানা যায়, পুটয়াখালীর মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসা. ফাতেমা ইয়াসমিন জ্যেষ্ঠতা লঙ্ঘন, জাল-জালিয়াতি করে পদোন্নতি গ্রহণ করার জন্য এবং মো. সাইদুর রহমানের পদোন্নতির প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা ও অন্যান্য অভিযোগ সংক্রান্ত বিষয়ে তথ্য যাচাই করা প্রয়োজন বলে মনে করেন অধিদপ্তরে কর্মকর্তারা।
এমন পরিস্থিতিতে, মরিচবুনিয়া ইসলামিয়া নেছারিয়া আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোসা. ফাতেমা ইয়াসমিন ও অভিযোগকারী মো. সাইদুর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১ সেপ্টেম্বর সকালে মাদরাসা অধিদপ্তেরের উপ-পরিচালক মো. আবুল বাসারের কাছে সশরীরে উপস্থিত হয়ে ব্যাখা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।