এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা চেক ছাড় হতে পারে আগামীকাল বুধবার। ইতোমধ্যে স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষকদের উৎসব ভাতার চেক ছাড় হয়েছে। শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ ও কর্মচারীরা ৫০ শতাংশ উৎসব ভাতা পাচ্ছেন।
মঙ্গলবার রাতে অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, মাদরাসা শিক্ষকদের চেক ছাড়ের আদেশে স্বাক্ষর হয়ে গেছে। যা বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরে এসো পৌঁছাবে। এদিনই শিক্ষকদের উৎসব ভাতা ছাড়ের জন্য চেক এজি অফিস ও ব্যাংকগুলোতে পাঠানো হবে।
জানতে চাইলে অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক মো. লুৎফর রহমান দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার চেক আগামীকাল বুধবার ছাড় হতে পারে। এদিন চেক ছাড়ের সম্ভাবনা বেশি।
মঙ্গলবার এমপিওভুক্ত স্কুল-কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার (২০২৩ খ্রিষ্টাব্দ) উৎসব ভাতার চেক ছাড় হয়। কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আগামী ২৫ জুন পর্যন্ত ও স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা আগামী ২৬ জুন পর্যন্ত উৎসব ভাতার টাকা তুলতে পারবেন।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।