দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: মাদরাসা শিক্ষা অধিদপ্তরে ‘শেখ রাসেল ইনোভেশন ফেয়ার ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষায় ইনোভেশন’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অদিদপ্তরে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
বুধবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।
বিশেষ অতিথি থাকবেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. ফরিদ উদ্দিন আহমদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ এবং বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার কাজী জেবুন্নেসা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাবিবুর রহমান। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিতি থাকার জন্য বলা হয়েছে।