বিভিন্ন মাদরাসার আরো ৪৬৪ শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের কেউ কেউ গত কয়েক মাসে বিভিন্ন মাদরাসায় প্রধান-সহপ্রধান ও কর্মচারী পদে নিয়োগ পেয়েছিলেন। আবার কেউ কেউ প্রতিষ্ঠান বা স্তর এমপিওভুক্ত হওয়ায় এমপিওভুক্তির সুযোগ পেয়েছেন। এদের ১৩৩ জন শিক্ষক ও ৩৩১ জন কর্মচারী। চলতি মে মাসে তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও কমিটি। চলতি মে মাসের এমপিওর চেক ছাড় হলে তারা বেতনভাতা পাবেন।
গতকাল মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
জানা গেছে, বর্তমানে দেশে মোট মাদরাসার সংখ্যা ৯ হাজার ১০২টি। এর মধ্যে এমপিওভুক্ত মাদরাসার সংখ্যা ৮ হাজার ২২৯টি। গতকাল মঙ্গলবারের হিসেব অনুযায়ী এসব মাদরাসার ১ লাখ ২৭ হাজার ৭৭৫ জন শিক্ষক ও ৩৭ হাজার ৬৬১ জন কর্মচারী নিয়মিত এমপিও সুবিধা পাচ্ছেন।
কর্মকর্তাদের সঙ্গে জানা গেছে, গত ১০ মে পর্যন্ত এসব শিক্ষক-কর্মচারী এমপিওভুক্তির আবেদন করেছিলেন। পরে প্রায় ১০ দিন তাদের আবেদন সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করা হয়। এরপর তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। প্রতিমাসেই মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও কমিটির সভা অনুষ্ঠিত হয়। তবে স্কুল-কলেজের এমপিও কমিটির সভা প্রতি তিনমাসে একবার অনুষ্ঠিত হয়ে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখার সহকারী পরিচালক মো লুৎফর রহমান দৈনিক আমাদের বার্তাকে বলেন, প্রতিমাসেই নতুন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। আবার অনেকে অবসরে যাচ্ছেন। মে মাসে যারা এমপিওভুক্ত হয়েছেন তাদের মধ্যে আছেন বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ পাওয়া অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার ও কর্মচারী। আর এর সঙ্গে নতুন এমপিওভুক্ত হওয়া কিছু প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা রয়েছেন।