মাদরাসার এমপিও নীতিমালা সংশোধনের দাবি - দৈনিকশিক্ষা

মাদরাসার এমপিও নীতিমালা সংশোধনের দাবি

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

মাদরাসা শিক্ষাব্যবস্থাকে বৈষম্য মুক্ত করতে সর্বজনীন বদলি প্রথা চালু ও স্কুল-কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসার এমপিও নীতিমালা সংশোধনের দাবি জানিয়েছে মাদরাসা শিক্ষকরা। তাদের সব যৌক্তিক দাবি পূরণে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

শনিবার সকালে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ঢাকা জেলা সম্মেলনে এ দাবি জানানন বক্তারা। অনুষ্ঠানটি সাভারের রেডিও কলোনির ওয়াইএমসিএ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জহির উদ্দিন হাওলাদার। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভাপতিত্ব করেন ঢাকা জেলা কার্যনিবার্হী কমিটির সভাপতি মো. আব্দুস ছালাম। ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক রাহমাতুল মাওলা খান অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

প্রধান বক্তা সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন শিক্ষক- কর্মচারীদেরকে সরকারি নিয়মে বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা দেয়া ও মাদরাসাসহ সব এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানান এবং একটি নীতিমালা প্রণয়নের মাধ্যমে সর্বজনীন বদলি প্রথা চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।  
এ সময় সম্মেলনের প্রধান অতিথি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জহির উদ্দিন হাওলাদার বলেন, স্কুল-কলেজের এমপিও নীতিমালার সঙ্গে মাদরাসার এমপিও নীতিমালার বিরাজমান বৈষম্যের কারণে শিক্ষকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষক অসন্তোষ দূরীকরণে শিক্ষায় অর্জিত ডিগ্রি বা বিএড স্কেলকে উচ্চতর গ্রেড বিবেচনা না করে সহকারী শিক্ষকদেরকে চাকরি জীবনে দুটি উচ্চতর গ্রেড দেয়া এবং দাখিল স্তরে সিনিয়র শিক্ষক পদ সৃষ্টি করে ৮ম গ্রেডে বেতন-ভাতা দেয়া করতে হবে। 

এছাড়া সহকারী অধ্যাপক পদে পদোন্নতির ক্ষেত্রে চাকরিকাল ৮ বছর পূর্তিতে কলেজের ন্যায় প্যাটার্নভুক্ত মোট প্রভাষক পদের ৫০ শতাংশ প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেয়া এবং পদোন্নতি বঞ্চিত সব প্রভাষককে কলেজের ন্যায় চাকরিকাল ১৬ বছর পূর্তিতে সহকারী অধ্যাপক পদে পদোন্নতিসহ পর্যায়ক্রমে সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার দাবি জানান।

তিনি আরো বলেন ছাত্র-জনতার বৈষম্যবিরোধী বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে কোনো প্রকার বৈষম্য শিক্ষক সমাজ দেখতে চায় না। তাই মাদরাসার প্রশাসনিক পদে শিক্ষক নিয়োগে ২০১৮ খ্রিষ্টাব্দের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন করে ২০১০ খ্রিষ্টাব্দের পরিপত্র মোতাবেক প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পুনর্বহাল করে সব পর্যায়ের মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক নিয়োগের সুযোগ উন্মুক্ত করার মাধ্যমে মাদরাসা শিক্ষাব্যবস্থাকে বৈষম্য মুক্ত করতে স্কুল- কলেজের এমপিও নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসার এমপিও নীতিমালা সংশোধন এবং শিক্ষকদের সব যৌক্তিক দাবি পূরণে শিক্ষা উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

আলোচনা শেষে মো. সালাউদ্দিনকে সভাপতি, মো. নেকবর হোসেনকে সাধারণ সম্পাদক ও মো. হেলাল উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট ঢাকা জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। পরিশেষে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী বিপ্লবের সব শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সহাপতি উপাধ্যক্ষ মুহা. জোহরুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ড. মু. জাকির হোসেন, উপাধ্যক্ষ মুহা. জোহরুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব মো. ওয়ালিদ হোসেন, যুগ্ম মহাসচিব মো. আব্দুল হালিম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক গুল মো. মাহবুবুল্লাহ, মো. আল-আমিন সরকার, অর্থ-সম্পাদক খোরশেদ কবির মাসুদ, আইন সম্পাদক মো. শাহ জালালসহ ঢাকা জেলার মাদরাসায় কর্মরত জেনারেল শিক্ষকরা।

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0042831897735596