মাদরাসার এমপিও নীতিমালা সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। নীতিমালা সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করতে ও বেসরকারি মাদরাসার নিয়োগ কার্যক্রম সহজ করতে কর্মশালার আয়োজন করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
এ কর্মশালায় মাদরাসা শিক্ষা অধিদপ্তরের ৩১ জন কর্মকর্তা ও কর্মচারী অংশ নেবেন বলে জানা গেছে।
বিষয়টি জানিয়ে মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে আদেশ জারি করা হয়েছে।
উপপরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, মাদরাসার এমপিও নীতিমালা ও জনবল কাঠামো -২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) সংশোধনের প্রস্তাব চূড়ান্তকরণ ও বেসরকারি মাদরাসার নিয়োগ কার্যক্রম সহজীকরণ বিষয়ক কর্মশালা মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষ বুধবার (২৪ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত মাদরাসা শিক্ষা অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হবে। কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহাপরিচালক হাবিবুর রহমান।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।