ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরমানিকা লতিফিয়া দাখিল মাদরাসার ভবনের পিলারে মৌমাছির দল আটটি মৌচাক তৈরি করে বসবাস শুরু করেছে। এতে মাদরাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মনে মৌমাছির আক্রমণের শঙ্কা দেখা দিয়েছে। আতঙ্কিত আছেন শিক্ষকরাও।
মাদরাসার সুপার সালেহ উদ্দিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, মৌমাছি সব সময় নিরাপদ স্থানে মৌচাক তৈরি করে বসবাস করে। আমি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদেরকে সর্তকতার সঙ্গে চলাচল করতে বলেছি। যেন কেউ মৌচাকে ঢিল না দেয় তা নিশ্চিত করতে বলা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন বেপারি দৈনিক শিক্ষাডটকমকে বলেন, এখন সরিষা গাছে ফুল আছে। সরিষার ফুল থেকে মৌমাছির দল মধু সংগ্রহ করে নিজেরা খাওয়ার পাশাপাশি মৌচাকে জমা করবে। আমরা প্রতিষ্ঠানেও ১০-১২টি মৌচাক রয়েছে। আমিও আতঙ্কে থাকি সব সময়।