মাদরাসায় বাংলা নববর্ষ উদযাপন নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। পবিত্র রমজান মাসের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন কোরআন তেলাওয়াত ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে মাদরাসাগুলোকে বলা হয়েছে।
বৃহস্পতিবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য বজায় রেখে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তেলাওয়াত ইত্যাদী কার্যক্রমের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করতে হবে। আদেশটি সব বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।
আরো পড়ুন : পহেলা বৈশাখে সব স্কুল-কলেজে র্যালি করার নির্দেশ
এর আগে গত ৩ এপ্রিল সব মাদরাসায় বাংলা নববর্ষ উদযাপনে র্যালি আয়োজনের নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছিলো শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। সে আদেশটি গত ৯ এপ্রিল সব মাদরাসাগুলোতে পাঠানো হয়েছিলো। পরে এ নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়েছিলো ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ।
এ পরিস্থিতিতে মাদরাসাগুলোতে কিভাবে বাংলা নববর্ষ উদযাপন করবে সে বিষয়ে জানাতে চাইলে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আগের নির্দেশনা বাতিল হয়নি। নতুন নির্দেশনাও বহাল আছে। কৌশলগতভাবে এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলেও মন্তব্য করেছেন কর্মকর্তারা।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।