পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেছেন, মানবতার সেবায় আঞ্জুমান মুফিদুল ইসলাম কাজ করে যাচ্ছে। মানুষের মৃত্যুর সময় যখন কেউ পাশে থাকেনা, তখন আর্তমানবতার সেবায় এগিয়ে আসে আঞ্জুমান মুফিদুল ইসলাম। যুগের পর যুগ মানবতাবোধকে জাগ্রত রেখেছে এই প্রতিষ্ঠানটি।
শনিবার আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর পাবনা জেলা শাখার আয়োজনে এক স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্মরণসভাটি পাবনায় আঞ্জুমান মুফিদুল ইসলাম কমপ্লেক্স ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ড. হাফিজা খাতুন আঞ্জুমান মুফিদুল ইসলাম সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আঞ্জুমান মুফিদুল ইসলাম এতিমখানার গর্ভনিং বোডির প্রধান সদস্য হিসেবে দায়িত্বরত আছেন।
আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনা জেলা শাখার প্রয়াত চেয়ারম্যান মো. মোশারফ হোসেন মোল্লা, সদস্য এ কে মীর্জা শহিদুল ইসলাম এবং সহকারী পরিচালক মো. মাজহারুল ইসলাম বকুলের মৃত্যুতে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান আ স ম আব্দুর রহিম পাকন, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী এবং পাবনা পৌরসভার মেয়র মো. শরীফ উদ্দিন প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা আঞ্জুমান মুফিদুল ইসলামের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও পাবনা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। স্মরণসভা ও দোয়া মাহফিল কমিটির আহ্বায়ক ছিলেন মো. হারন উর রশিদ খান।