প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনই দেশপ্রেম। দেশপ্রেমকে ধারণ করে, মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রজ্জ্বলিত দুর্বার সাহস বুকে সমৃদ্ধ স্বদেশ সৃষ্টির প্রত্যয়ে নিরলস প্রয়াস চালিয়ে যেতে হবে। সমৃদ্ধ বাংলাদেশের চাবিকাঠি আজকের শিশুরা। তাদের হাতেই গড়ে উঠবে উন্নত বাংলাদেশ। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনাকে যথাযথ কাজে লাগিয়ে বাংলাদেশের অগ্রগতিতে নেতৃত্ব দেবে শিশুরা। এ জন্যই বর্তমান সরকার একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সব পদক্ষেপ নিয়েছে।
গতকাল রোববার বিকেলে ঢাকা পিটিআই মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম, দিলীপ বণিকসহ অনেকে। আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের পরিচালক ড. উত্তম কুমার দাশ।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।