দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের ছয় সদস্যকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাসের সভাকক্ষে অনুষ্ঠিত ৮২তম সভায় এ সংবর্ধনা দেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
সংবর্ধনা পাওয়া ওই ছয় সদস্য হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এমপি, সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এমপি, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন বাংলাদেশের (আইইবি) সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সেলিম মাহমুদ এমপি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমিরেটাস অধ্যাপক ড. খন্দকার বজলুল হক।
সভায় বোর্ড অব ট্রাস্টিজের অন্যান্য সদস্য, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুছ ছবুর খান এবং রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জাম হোসেনকে সঙ্গে নিয়ে ওই ছয় সদস্যকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।
প্রসঙ্গত, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাজ্জাদুল হাসান, মোহাম্মদ আলী আরাফাত এমপি, ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর এবং অধ্যাপক ড. সেলিম মাহমুদ সংসদ সদস্য নির্বাচিত হন।
তাদের মধ্যে মোহাম্মদ আলী আরাফাত এমপিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।