পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, দেশে আজ হরতাল ধর্মঘট অরাজকতা নেই। নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের কষ্ট বেড়েছে। এজন্য সরকারের করার কিছুই নেই। করোনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবেই দ্রব্যমূল্য বেড়েছে।
মঙ্গলবার দুপুরে ভোলার চরফ্যাশনে সরকারি ট্যাফনাল ব্যারেট হাইস্কুল মাঠে ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন। শেখ হাসিনার দুরদুরর্শিতা, শান্তি, প্রগতি ও সম্প্রীতির অনুকরণীয় দৃষ্টান্তের কারণে এগিয়ে যাচ্ছে দেশ।
তিনি আরও বলেন, আমরা ভাগ্যবান জাতি বঙ্গবন্ধুর মত একজন দেশপ্রেমিক নেতা পেয়েছিলাম। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন,তাঁর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। তিনি এদেশে শাসনতন্ত্র দিয়ে গেছেন। মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করে তার সোনার বাংলা গড়ার স্বপ্ন মুছে দিতে চেয়েছিলো। তাঁরই কন্যা শেখ হাসিনা উন্নত দেশ গড়ার স্বপ্ন নিয়ে গত ১৪ বছরে বাংলাদেশে অভাবনীয় উন্নয়ন করেছেন। তাঁর দৃঢ়তার কারণে সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন,চরফ্যাশনের উন্নয়ন আর মানুষের ভাগ্য উন্নয়নে আমি ১৪ বছর যাবৎ নিরলসভাবে মানুষের কল্যাণে কাজ করেছি। আমি আমার নির্বাচনী এলাকায় অবিস্মরণীয় উন্নয়ন করেছি। আমার বিশ্বাস আগামী জাতীয় নির্বাচনে মানুষ আমার এ উন্নয়ন বিবেচনা করবেন।