দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক: খতনা করাতে গিয়ে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় মামলা তুলে নিতে তার বাবা শামীম আহমেদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রোববার এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ডিআইজি হারুন অর রশিদের কাছে লিখিত অভিযোগ জানান তিনি।
এ সময় শামীম আহমেদ সাংবাদিকদের জানান, মামলা তুলে নেওয়ার জন্য তিনি নিয়মিত হুমকি পাচ্ছেন। এমন পরিস্থিতিতে তিনি জীবন নিয়ে শঙ্কায় আছেন।
গত বছরের ৩১ ডিসেম্বর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে খতনা করতে যাওয়া শিশু আয়ানকে অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর তার জ্ঞান ফেরেনি। পরে তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই গত ৭ জানুয়ারি শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় শিশুটির বাবা শামীম আহামেদ পরে বাড্ডা থানায় একটি মামলা করেন। এতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট সাইদ সাব্বির আহমেদ, চিকিৎসক তাসনুভা মাহজাবিনসহ আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর অনুসন্ধানে নামলে দেখা যায়, হাসপাতালটিতে নিবন্ধন ছাড়াই চিকিৎসা সেবা দিয়ে আসছিল কর্তৃপক্ষ। পরে হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
ডিবি পুলিশে ডিআইজি হারুন অর রশিদ জানান, থানা পুলিশের পাশাপাশি মামলাটি ছায়া তদন্ত করছে ডিবি। দ্রুতই মামলার আসামিদের গ্রেপ্তার করা হবে।