খাগড়াছড়ি সদর উপজেলার মধুপুর এলাকা থেকে একটি মায়া হরিণ শাবক উদ্ধার করা হয়েছে। সোমবার চট্টগ্রামবন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শাবকটির বয়স ৮ থেকে ৯ মাস বলে ধারণা করা হচ্ছে।
খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মোজাম্মেল হোসেন জানান, গতকাল রোববার সন্ধ্যায় মধুপুর বন এলাকায় এলাকাবাসী শাবকটি ধরে নিয়ে যায় বলে খবর পাওয়া যায়। পরে খাগড়াছড়ি বন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের নির্দেশনায় খাগড়াছড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও কর্মচারীরা শাবকটি উদ্ধার করেন।
সোমবার দুপুরে হরিণ মায়া হরিণ শাবকটি চট্টগ্রাম বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেনের কাছে শাবকটি হস্তান্তর করা হয়। চিকিৎসার পর শাবকড়ি জুলহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হবে বলেও জানান এই কর্মকর্তা।