ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। নড়াইলের শিক্ষার্থীদের সে খুশি যেন আরো দ্বিগুণ করে দিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজা।
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে নড়াইলের শিক্ষার্থীদের ঈদযাত্রার ভোগান্তি কমিয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীদের ৪টি বাস উপহার দিয়েছেন মাশরাফি।
শুক্রবার (২৩ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ৪টা বাসে করে ২৫০ অধিক শিক্ষার্থী নিয়ে সকাল ৮ টায় নড়াইলের উদ্দেশ্যে রওনা দেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
ম্যাশের দেয়া উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা বলেন, নিজ ক্যাম্পাস থেকে সবাই একসাথে বাড়ি ফেরার এ আনন্দ অনন্য এক উৎসবের মতো। এ জন্য সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় প্রিয় ক্যাপ্টেনকে।
মাশরাফি বিন মর্তুজার বাস উপহার দেওয়ার বিষয়ে, জবি নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদের সভাপতি আসিফ-উদ-দৌলা পিয়াল বলেন, আমাদের সাহায্যার্থে প্রিয় ম্যাশ সবসময় পাশে আছেন। শিক্ষার্থীদের কল্যাণ সাধনে তিনি দৃঢ় প্রত্যয়ী। যেকোনো প্রয়োজনে আমরা আমাদের ভাইকে সবসময় পাশে পেয়েছি। ঈদের ছুটিতে নিরাপদে নড়াইল যেতে তিনি শিক্ষার্থীদের বাস উপহার দিয়েছেন এবং সে বাসে করে শিক্ষার্থীরা ভোগান্তি হীনভাবে নিজ গৃহে ফিরেছে।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি আনন্দ ভ্রমণের মতো আড্ডা আর গানের মধ্যে দিয়ে আনন্দ করতে করতে বাড়ি এসেছে যার জন্য তাদের মাঝে উচ্ছ্বাস দেখতে পেয়েছি।
সভাপতি আরো বলেন, মাশরাফি ভাই আধুনিক ও উন্নত নড়াইল গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি বড় প্রকল্পের অনুমোদন হয়েছে। আমরা সবসময় ভাইয়ের পাশে আছি। মাশরাফি ভাইয়ের মতো একজন যোগ্য, সৎ, নীতিবান, স্বচ্ছ, জনদরদী এবং নিষ্ঠাবান সংসদ সদস্য ও জনপ্রতিনিধি থাকলে সে দিনটি অদূরে যে, ‘নড়াইলই হবে প্রজন্মের শ্রেষ্ঠ বাসস্থান’৷
উল্লেখ্য, এর আগেও গত করোনা ও পবিত্র ঈদ উল ফিতরে শিক্ষার্থীদের বাড়ি পৌছে দিতে বাস উপহার দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা।