রাজধানীর মিরপুর সাইন্স কলেজের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপনের সভাপতিত্বে পল্লবীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কলেজের উপদেষ্টা এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি কলেজের নির্বাহী কমিটির সভাপতি বাবলু সরকার, উপদেষ্টা খলিলুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য শিপন আলী এবং একাডেমিক উপদেষ্টা এইচএম বেলাল নীল।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন একাদশ শ্রেণির শিক্ষার্থী আফসানা আফরোজ মীম, রাবেয়া রহমান আভা, শাহরিয়ার কবির সামির ও রাহাত হোসেন।
প্রধান অতিথি জাহাঙ্গীর আলম বলেন, কলেজের শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছেন। শিক্ষার্থীদের পড়াশোনার বিষয়ে সিরিয়াস হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এইচএসসি লেভেল জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখান থেকেই মানুষের ভবিষ্যৎ জীবনে কে কী হবেন তা চূড়ান্ত হয়ে যায়।
তিনি বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকারও পরামর্শ দেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সবসময় সন্তানদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করবেন। যারা দুর্বল তাদের প্রতি বিশেষ খেয়াল ও যত্ন নেবেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য শুভ কামনাও জানান তিনি।
কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন রিপন বলেন, এইচএসসি পরীক্ষা একজন শিক্ষার্থীর জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। পরীক্ষার বাকী মাত্র কয়েকদিন। এই দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এই সময়কে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সভাপতি, প্রতিষ্ঠাতা ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা। পরে ১৬১ জন বিদায়ী শিক্ষার্থীকে ক্রেস্ট দেয়া হয়।