তরুণ ব্যবহারকারীদের জন্য জেন এআই পারসোনাস নামের নতুন চ্যাটবট আনার জন্য কাজ করছে মেটা। দ্য ভার্জ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, মেটা কানেক্ট অনুষ্ঠানে এটি উন্মোচন করা হতে পারে।
নতুন চ্যাটবটটি তরুণ গ্রাহকের অংশগ্রহণকে আরো আকর্ষণীয় করে তুলবে বলে আশা সংশ্লিষ্টদের। চ্যাটজিপিটি প্রকাশ্যে আসার পর বেশ জনপ্রিয়তা পেয়েছে। এর বিপরীতে মেটা ইনস্টাগ্রামে পারসোনাসের পরীক্ষা চালিয়েছে। ভবিষ্যতের জন্য মেটা এমন একাধিক চ্যাটবটের উন্নয়নে কাজ করবে বলে সূত্রে জানা গেছে। এছাড়া চ্যাটবট তৈরির জন্য আলাদা টুলও আনা হবে। যার মাধ্যমে সমাজের পরিচিত মুখ বা কনটেন্ট নির্মাতারা অনুসারীদের সঙ্গে যোগাযোগ সহজ করতে নিজস্ব চ্যাটবট তৈরি করতে পারবে।
উৎপাদনশীলতায় ব্যবহারকারীদের সহায়তা করার বিষয়েও ভাবছে মেটা। বিশেষ করে এটি কোডিংসহ বিভিন্ন কাজ সম্পাদনে সহায়তা করবে। তবে এসব চ্যাটবট ঘিরে ব্যবহারকারীর নিরাপত্তার প্রশ্নও উঠছে।
সূত্র : টেকটাইমস