দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : শাকসবজি, মাছ-মাংসের পর এবার ফুল নিয়ে মেট্রোরেলে ভ্রমণ করতে মানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা এমন একটি বার্তাই ঝুলতে দেখা গেছে। তবে এই বিজ্ঞপ্তি কর্তৃপক্ষ দিয়েছে কি না তা জানা যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’। ছবিটি এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।
এ বিষয়ে অবশ্য মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গতকাল মঙ্গলবার ফেসবুকে মেট্রোরেল একটি কমিউনিটি গ্রুপে রাইয়ান আহমেদ রাজু নামে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। তার পোস্টে অনেকেই মন্তব্য করেছেন।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দিন রয়েছে: পয়লা ফাল্গুন, হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অন্যতম। এ ছাড়া ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ফুলের বাজার রমরমা।