দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-মেডিক্যাল টেকনোলজিস্টদের বিভিন্ন পর্বের পরীক্ষা ১৮ এপ্রিল শুরু হবে। বুধবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।
জানা যায়, ২০২৩ খ্রিষ্টাব্দের পরীক্ষার্থীদের ৬ষ্ঠ ও ৮ম পর্ব নিয়মিত, ৫ম ও ৭ম পর্ব অকৃতকার্য, ৮ম পর্ব অনিয়মিতদের পরীক্ষা ১৮ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি ও কেন্দ্র তালিকা পরে জানানো হবে। এ পরীক্ষার প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানা যাবে এবং কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও (www.bteb.gov.bd) দেখা যাবে বলে জানানো হয়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।