দৈনিক শিক্ষাডটকম ডেস্ক : রাজধানীর সবুজবাগ সরকারি কলেজ থেকে এ বছর মেডিক্যালে ভর্তির সুযোগ পেয়েছেন ১১ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীর মধ্যে ৯ জন ছাত্রী এবং দুইজন ছাত্র রয়েছেন।
কলেজটির সুযোগ্য অধ্যক্ষ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা শামিম আরা বেগম বলেন, গত কয়েক বছরের মতো এবারও সবুজবাগ সরকারি কলেজ থেকে দেশের বিভিন্ন মেডিক্যালে ভর্তির সুযোগ পান শিক্ষার্থীরা।
এর মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে ফাতেমা রহমান হুমা, নুসরাত জাহান স্নেহা, মুগদা মেডিক্যাল কলেজে মো. তাহসিন জামান তাজ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজে সুমাইয়া আক্তার, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে ইসরাত জাহান ফিহা, রাজশাহী মেডিক্যাল কলেজে সানজিদা আফরোজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজে মোছা. ফারজানা আক্তার, চাঁদপুর মেডিক্যাল কলেজে শ্রাবনী, কুষ্টিয়া মেডিক্যাল কলেজে জারিন তাসনিম, আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজে আলমগীর হোসেন, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে খাদিজা আক্তার ভর্তির সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য, গত রোববার মেডিক্যালে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন। পাসের হার ৪৭ দশমিক ৮৩। উত্তীর্ণদের মধ্যে ৫ হাজার ৩৮০ জন দেশের ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।