মেডিক্যালের প্রশ্নফাঁস : গ্রেফতার চিকিৎসকরা যেখানে কর্মরত - দৈনিকশিক্ষা

মেডিক্যালের প্রশ্নফাঁস : গ্রেফতার চিকিৎসকরা যেখানে কর্মরত

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

২০২০ খ্রিষ্টাব্দের একটি প্রশ্নফাঁসের মামলায় তদন্তে নেমে সাত চিকিৎসকসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ৩০ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এই চক্রে জড়িত সাত ডাক্তারের মধ্যে পাঁচজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আরেকজন ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। আটক চিকিৎসকদের মধ্যে কেউ কেউ চিকিৎসা দিয়ে থাকেন দেশের বিভিন্ন হাসপাতালে।  

রোববার (১৩ আগস্ট) বেলা ১২টায় মালিবাগ সিআইডির সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে অতিরিক্ত আইজিপি সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া।

গ্রেফতার চিকিৎসকরা হলেন- 

ডা. ময়েজ উদ্দিন আহমেদ প্রধান (৫০)। তিনি মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম মাস্টার মাইন্ড। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ফেইম নামে একটি কোচিং সেন্টারের মাধ্যমে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়ান। কোচিং সেন্টারের মাধ্যমে মেডিক্যালের প্রশ্নপত্র ফাঁস করে গত ২০ বছরে অবৈধভাবে শত শত শিক্ষার্থীকে মেডিক্যালে ভর্তি করিয়েছেন। ডা. ময়েজ প্রশ্ন ফাঁস ও মানিলন্ডারিংয়ের মামলাতে এজাহারনামীয় আাসামি। তিনি চিহ্নিত ছাত্র শিবির নেতা এবং পরবর্তীতে জামায়াতের ডাক্তার হিসেবে পরিচিত।  

প্রশ্নপত্র ফাঁস চক্রের আরেক অন্যতম সদস্য ডা. সোহেলী জামান (৪০)। তিনি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ফেইম নামক কোচিং সেন্টারের মাধ্যমে স্বামী ডা. ময়েজের সঙ্গে এই চক্রে জড়ান। 

চক্রের আরেক সদস্য ডা. মো. আবু রায়হান। তিনি ঢাকা ডেন্টাল কলেজের শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে প্রশ্ন পেয়ে ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হন তিনি। পরে এই প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িয়ে পড়েন। তিনি প্রাইমেট নামে একটি কোচিং সেন্টার চালাতেন। এছাড়া কিশোরগঞ্জের হোসেনপুরে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে প্রাকটিস করেন।

ডা. জেড এম সালেহীন শোভন (৪৮) মেডিক্যাল প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম মূলহোতা। প্রশ্ন ফাঁস মামলায় তিনি এজহারনামীয় আসামি। স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করে থ্রি ডক্টরস নামে একটি কোচিং সেন্টারের মাধ্যমে মেডিক্যালের প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়ান। তিনি ২০১৫ সালে একবার র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। ডা. সালেহীন শোভন স্যার সলিমুল্লাহ মেডিক্যাল  কলেজের ছাত্রদলের পদধারী নেতা ছিলেন।

মেডিকো নামে একটি ভর্তি কোচিং সেন্টারের মালিক ডা. মো. জোবাইদুর রহমান জনি (৩৮)। তিনি ২০০৫ সাল থেকে এই চক্রে জড়িত। এই কারবার করে তিনি কোটি কোটি টাকা হাতিয়েছেন। প্রশ্ন ফাঁসের মাধ্যমে অবৈধভাবে শত শত শিক্ষার্থীকে বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি করিয়েছেন। ডা. জোবাইদুর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের ছাত্রদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে ছাত্রদলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্যবিষয়ক সম্পাদক।

চক্রের আরেক সদস্য ডা. জিল্লুর হাসান রনি (৩৭)। তিনি জাতীয় পঙ্গু হাসপাতালের (নিটোর) চিকিৎসক। তিনি ২০০৫ সাল থেকে এই চক্রের সঙ্গে জড়িত। ২০১৫ সালে প্রশ্ন ফাঁসের অভিযোগে তিনি রংপুর থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছিলেন। রংপুর মেডিক্যালে অধ্যয়নকালে তিনি ছাত্রদলের নেতা ছিলেন। বর্তমানে তিনি ড্যাবের সঙ্গে জড়িত এবং আহত বিএনপি নেতাদের চিকিৎসায় গঠিত টিমের একজন চিকিৎসক।

আরেক সদস্য ডা. ইমরুল কায়েস হিমেল (৩২)। তিনি এই চক্রের সঙ্গে জড়ান তার বাবা আব্দুল কুদ্দুস সরকারের মাধ্যমে। তিনি ময়মনসিংহের বেসরকারি কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন। ২০১৫ সালে টাঙ্গাইলের আকুর টাকুর পাড়ায় নিজ শ্বশুর বাড়িতে মেডিক্যাল ভর্তি পরীক্ষার প্রশ্ন পড়িয়ে বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অবৈধভাবে মেডিক্যালে ভর্তি করান।

এছাড়া এই ঘটনায় গ্রেফতার অন্যরা হলেন, জহিরুল ইসলাম ভূঁইয়া মুক্তার, রওশন আলী হিমু, আক্তারুজ্জামান তুষার, জহির উদ্দিন আহমেদ বাপ্পী ও আব্দুল কুদ্দুস সরকার।

সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া বলেন, গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে শিক্ষার্থী-অভিভাবকদের দেওয়া বিপুল সংখ্যক ব্যাংকের চেক, প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। চক্রের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। এরা মানিলন্ডারিং প্রতিরোধ আইনে কোনো অপরাধ করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। 

‘২৬ লাখ টাকা’র প্রধান শিক্ষক নাজমার শাস্তি দাবি আনন্দময়ী স্কুল ছাত্রীদের - dainik shiksha ‘২৬ লাখ টাকা’র প্রধান শিক্ষক নাজমার শাস্তি দাবি আনন্দময়ী স্কুল ছাত্রীদের জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে: গণশিক্ষা উপদেষ্টা - dainik shiksha জানুয়ারিতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে: গণশিক্ষা উপদেষ্টা ইএফটিতে বেতন: ব্যাংক হিসাব নিয়ে এমপিও শিক্ষকদের অসন্তোষ - dainik shiksha ইএফটিতে বেতন: ব্যাংক হিসাব নিয়ে এমপিও শিক্ষকদের অসন্তোষ পবিপ্রবিতে গাঁজাসহ ৫ মাদকসেবী আটক - dainik shiksha পবিপ্রবিতে গাঁজাসহ ৫ মাদকসেবী আটক ভর্তিতে লটারি বাতিলের দাবিতে সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ - dainik shiksha ভর্তিতে লটারি বাতিলের দাবিতে সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভ প্রাথমিকের ১০ম গ্রেডের দাবি সর্বজনীন - dainik shiksha প্রাথমিকের ১০ম গ্রেডের দাবি সর্বজনীন কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0037820339202881