মেডিক্যালের ভর্তিযুদ্ধে প্রথম রাফসান, ৫৫ মিনিটে সব উত্তর - দৈনিকশিক্ষা

মেডিক্যালের ভর্তিযুদ্ধে প্রথম রাফসান, ৫৫ মিনিটে সব উত্তর

দৈনিকশিক্ষা প্রতিবেদক |

সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান নামের এক শিক্ষার্থী।  

তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) কেন্দ্র থেকে মেডিক্যাল প্রথম বর্ষের এ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

রোববার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, এবার মেডিক্যাল ভর্তির পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন রাফসান জামান নামের এক শিক্ষার্থী। তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নাম্বর পেয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন। এছাড়া মেয়েদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার হলো ৮৮।

এর আগে সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি জানান, এবার মেডিক্যাল কলেজ ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। মোট পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।  পাস করাদের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও মেয়ে ২৮ হাজার ৩৮১ জন৷ ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ। 

তিনি আরো জানান, পাস করাদের মধ্যে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ পাবেন ৪ হাজার ৩৫০ জন। এর মধ্যে ছেলে ভর্তির সুযোগ পাবেন ১ হাজার ৫৭ জন (৪৫%) এবং মেয়ে ভর্তির সুযোগ পাবেন ২ হাজার ৩৯৩ জন (৫৫%)। এবার সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। এর মধ্যে ছেলে ৬৪ হাজার ২৬৪ জন (৪৬.২৬৪%) এবং মেয়ে ৭৪ হাজার ৯৫৩ জন (৫৩.৮৪%)। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন। যা মোট আবেদনকারীর ৯৭ দশমিক ৫৬ শতাংশ।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. শহিদুল্লাহ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১০ মার্চ) দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভ্যানুতে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিক্যাল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি৷ ৭১টি বেসরকারি মেডিক্যাল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি।

সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২ জন শিক্ষার্থী।

সরকারি মেডিক্যাল কলেজে মেধা তালিকায় ভর্তি হতে পারবেন ৩ হাজার ৩৮৪ শিক্ষার্থী। এছাড়া জেলা কোটায় ৮৪৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন এবং উপজাতি কোটায় ৩১ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0049300193786621