দৈনিকশিক্ষাডটকম, জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণসহ বিভিন্ন সময়ে নিপীড়নের সঙ্গে জড়িত অপরাধীদের বিচার ও মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারসংলগ্ন সড়কে এ কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধনে দর্শন বিভাগের অধ্যাপক কামরুল আহসান বলেন, ১৯৯৮ খ্রিষ্টাব্দ থেকে আমরা দেখেছি, একটি বিশেষ রাজনৈতিক দল যখন ক্ষমতায় থাকে, তাদের ছাত্র সংগঠনের ছত্রছায়ায় মেধাবী শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়, ক্ষমতার অপব্যবহার করে এবং ক্ষমতায় থেকে ধর্ষক হিসেবে নিজেকে প্রমাণ করতে চায়।
তিনি বলেন, আসুন দলমত নির্বিশেষে নিপীড়কের বিরুদ্ধে সোচ্চার হই। গণিত বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে ধর্ষণবিরোধী আন্দোলনের ঠিক ২৫ বছর পর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের একই ঘটনা ঘটেছে। অভিযোগ একই ছাত্র সংগঠনের বিরুদ্ধে। নতুন করে ধর্ষণের সঙ্গে যুক্ত হয়েছে মাদক। বহু শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে ঝরে গেছে মাদকের ভয়াল থাবায়। আবাসিক হলগুলোতে অবৈধ ছাত্ররা অবাধে থাকছে, চাঁদাবাজি হচ্ছে, মাদকের প্রসার হচ্ছে। উপাচার্য এগুলো জেনেও যদি না জানার ভান করেন, তাহলে তিনি পদে থাকার অযোগ্য।
৩ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে ছাত্রলীগের এক নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে।এ ঘটনার প্রতিবাদে গতকাল অষ্টম দিনের মতো আন্দোলন চালিয়ে যান শিক্ষক-শিক্ষার্থীরা। এদিন সন্ধ্যায় নিপীড়নবিরোধী মঞ্চের ব্যানারে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন তারা। মিছিলটি বটতলাসহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ শেষে উপাচার্যসহ প্রশাসনের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।
ফার্মেসি বিভাগের অধ্যাপক মাফরুহী সাত্তারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন অধ্যাপক আমির হোসেন, সামছুল আলম সেলিম, অধ্যাপক নাসরিন, রাশেদ, নূরুল ইসলাম, জামাল উদ্দিন, আমির হোসেন ভূঁইয়া, বোরহান উদ্দিন প্রমুখ।