ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ‘ইসলামবিরোধী’ বক্তব্য দিয়েছেন উল্লেখ করে তা দ্রুত প্রত্যাহার করার দাবি জানিয়েছেন ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির।
সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।
শহিদুল ইসলাম কবির বলেন, রাশেদ খান মেনন হঠাৎ করে হিজাব ও টুপির বিরুদ্ধে বক্তব্য দিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করে পানি ঘোলা করার চক্রান্ত শুরু করছেন কেন? তার উদ্দেশ্য কি?
তিনি আরও বলেন, দেশে যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজমান তখন রাশেদ খান মেনন হিজাবের বিরুদ্ধে বক্তব্য দিয়ে নারীদের কটুক্তি করেছেন। টুপিকে কটাক্ষ করে বক্তব্য দিয়ে দেশের ৯২ ভাগ মুসলমানের হৃদয়ে আঘাত করেছেন।
ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদের সভাপতি আরও বলেন, মেনন দেশবিরোধী অপশক্তির এজেন্ডা বাস্তবায়নে সময় সময় হিজাবের বিরুদ্ধে বিতর্কিত বক্তব্য দিয়ে মা বোনদের সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, মেননের দেওয়া বিদ্বেষমূলক বক্তব্য দ্রুত প্রত্যাহার না করলে মুসলিম উম্মাহ ও নারী সমাজ দেশব্যাপী প্রতিবাদ জানাবে। সেইসঙ্গে ১৪ দলীয় জোট থেকেও তাকে বহিষ্কার করতে আন্দোলন করা হবে।
এছাড়া রাশেদ খান মেননের বিতর্কিত বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় সংসদের স্পিকার ও প্রধানমন্ত্রীর কাছে প্রতিবাদ সমাবেশ করে দাবি জানানো হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।