দুই দিনের চাকরি মেলার প্রথম দিনে আবেদন করে পরের দিনই নিয়োগপত্র হাতে পেয়েছেন অনেকেই। নিয়োগপত্র পেয়ে তারা আনন্দ ও উচ্ছ্বাসে যেন আত্মহারা হয়ে পড়েন। এমনি একজন গাজীপুরের বাসিন্দা হুমায়রা ইসলাম শৈলী জানান, দুইমাস আগে অ্যাকাউন্টিং নিয়ে স্নাতকোত্তর পাস করেছি। একদিন আগে চাকুরির জন্য আবেদন করে পরের দিনই এমটিও পদে নিয়োগ পেয়েছি।
মেলায় চাকরি পাওয়া স্থানীয় শিরিন শিলা বলেন, ২০১৩ খ্রিষ্টাব্দে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাস করে বেকার বসে ছিলাম। অনেক প্রতিষ্ঠানে আবেদন করেও চাকরি মেলেনি। একই কথা বলেন, গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার বাসিন্দা সুমন হাসান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ খ্রিষ্টাব্দে দর্শন বিভাগ থেকে পাস করেও বেকার ছিলাম। আজ এ মেলায় চাকুরি হয়েছে। এজন্য আমি গাজীপুরের জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।
জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, বিভিন্ন প্রতিষ্ঠানে এগারশ শুন্য পদের বিপরীতে মেলায় এ যাবৎ ২৫ হাজারের মতো বায়োডাটা তথা আবেদন জমা পড়ে। তাদের মধ্য থেকে দ্রুত সময়ে যাচাই-বাছাই করে যোগ্যতা অনুযায়ী ২৫০ জনকে চাকরি দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান। সময়ের স্বল্পতার কারণে এতো আবেদনকারীর স্বাক্ষাৎকার ও আবেদন যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। বিধায়, নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের আবেদন নিয়ে গেছেন। পরে তাদের আবেদন যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণ করে চাকুরি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।