দৈনিকশিক্ষাডটকম প্রতিবেদক : খুলনা-যশোর-মংলা রুটে আগামীকাল সোমবার চালু হচ্ছে না যাত্রীবাহী কমিউটার ট্রেন চলাচল। রেললাইন পুরোপুরি ট্রেন চলাচলের উপযোগী না হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
আজ রোববার রেলওয়ের পশ্চিম জোনের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার জানান, ‘১ জানুয়ারি থেকে ট্রেন চালু হচ্ছে না। রেল লাইনে এখনও কিছু কাজ বাকি রয়েছে। সেজন্য ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও রেললাইনটি রেলওয়ে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেনি। হস্তান্তর করতে আরও কিছুদিন সময় লাগবে। ট্রেন চলাচলের নতুন তারিখ এখনও নির্ধারণ হয়নি।
খুলনা-মংলা রেললাইন নির্মাণ প্রকল্প পরিচালক মো. আরিফুজ্জামান জানান, রেললাইনের কিছু কাজ বাকি রয়েছে। তা সম্পন্ন হওয়ার পর ট্রেন চলাচলের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা-মংলা রেললাইন প্রকল্পের উদ্বোধন করেছিলেন।