ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সড়কের গর্তে মোটরসাইকেল উল্টে মোরশেদুল ইসলাম ওরফে ইফতি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তাঁর মৃত্যু হয়।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছাকাছি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন মোরশেদুল। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র উপদেষ্টা আজহারুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর খবর নিশ্চিত করেন।
মোরশেদুল ইসলাম ময়মনসিংহ নগরের কেওয়াটাখালি মধ্যপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুর জেলায়, বাবার নাম মো. রিয়াজুল ইসলাম।
এদিকে এ ঘটনার পর আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনের সামনের সড়কে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, সড়কটিতে সংস্কারের কাজ করা হলেও কোনো সতর্কতামূলক সাইনবোর্ড ছিল না। মারা যাওয়ার পর লাশ ক্যাম্পাসে নিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তা চেয়েছিলেন তাঁরা। তিনি ছাত্রনেতাদের সাহায্যে লাশ উদ্ধার করে নিয়ে আসার পরামর্শ দেন। তাই তাঁরা প্রক্টরের পদত্যাগ চান।
এ বিষয়ে কথা বলতে প্রক্টর মুহাম্মদ মহির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
কয়েকজন শিক্ষার্থী জানান, বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়ক দিয়ে মোটরসাইকেলে জব্বারের মোড় যাচ্ছিলেন মোরশেদুল ও তাঁর বন্ধু হাসিব। টিএসসির সামনের সড়কে সংস্কারকাজ চলছে। যে কারণে সড়কে বড় বড় গর্ত ছিল। ওই সময় মোটরসাইকেল গর্তে পড়ে যায়। এতে মোরশেদুল গুরুতর আহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত আড়াইটার দিকে চিকিৎসক মোরশেদুলকে মৃত ঘোষণা করেন।