কুড়িগ্রামে এক কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোমবাতি জ্বালিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা দেয়ার একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) ফেসবুকে ছবিটি দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে উপজেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গতকাল রোববার সকালে ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের চিলমারী সরকারি কলেজে।
জানা যায়, এইচএসসি ও সমমানের সমাজবিজ্ঞান পরীক্ষায় বৈরি আবহাওয়ার কারণে পরীক্ষার শ্রেণি কক্ষ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। কলেজে বিদ্যুৎ থাকলেও শ্রেণি কক্ষগুলোতে সংযোগ না থাকায় পরীক্ষার্থীরা বাধ্য হয়ে মোমবাতি কিনে এনে তা জ্বালিয়ে পরীক্ষায় অংশ নেন। এতে বেগ পেতে হয়েছে শিক্ষার্থীদের। ওই দিন বিকেলে আবার অনুষ্ঠিত হয়েছে স্নাতক (ডিগ্রি) পরীক্ষা।
পরীক্ষার্থীরা জানান, কেন্দ্রের আর রুমের অবস্থা বড়ই নাজুক। পরিবেশ স্যাঁতস্যাঁতে, নেই আলোর ব্যবস্থা। চারদিকে দুর্গন্ধ। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী বলেন, পরীক্ষার হলের অবস্থা খুব খারাপ। নোংরা পরিবশে এবং আলোর ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে।
১০৩ নম্বর রুমের এক পরীক্ষার্থী বলেন, এত খারাপ পরিবেশে সাথে মোমবাতি জ্বালিয়ে পরীক্ষা দিতে হয়েছে। ডিজিটাল যুগে এভাবে কেউ পরীক্ষা দেয়? ভালো প্রস্তুতি নিয়ে এসেও পরিবেশ আর অন্ধকারের কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে।
ফেসবুকে ছবি পোস্ট করা ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম মিজান বলেন, একটি কলেজ এবং একটি কেন্দ্রের এই দুরবস্থা হলে আমাদের এলাকার শিক্ষার মান কীভাবে বাড়বে? এছাড়াও উপবৃত্তির টাকা নিয়েও একটা ঝামেলা আছে ওই কলেজে। বিষয়গুলো কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে খতিয়ে দেখবেন।
চিলমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কবিরুল ইসলাম জানান, বিদ্যুৎ না থাকায় বিকল্প ব্যবস্থায় নেয়া হয়েছিল পরীক্ষা।