যশোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৮ শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিকে শিক্ষা ফাউন্ডেশন পদক দেয়া হয়েছে। রোববার যশোর জিলা স্কুল অডিটরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে যশোর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মর্জিনা আক্তার প্রধান অতিধি ছিলেন। জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ আলোচকের বক্তব্য দেন জেলা পরিষদ প্রধান নিবার্হী মো. আছাদুজ্জামান, বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক এঞ্জেলা গেমেজ ও যশোর জিলা স্কুল প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও শিক্ষা অফিসার বিশ্বাস ওয়াহিদুজ্জামান।
আদর্শ শিক্ষকদের তথ্য-উপাত্ত গ্রহণ সংক্রান্ত সার্চ কমিটির মাধ্যমে পদক দেয়ার বিজ্ঞাপনের প্রকাশ করে নির্বাচিত ৮ জন শিক্ষক হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর যশোর অঞ্চলের সাবেক উপপরিচালক ড. সাধন কুমার বিশ্বাস, মুন্সী মেহেরুল্লাহ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা মো. শরিফুজ্জামান, টাঙ্গাইলের সরকারি সাদত কলেজ অধ্যাপক মো. সরোয়ার উদ্দিন, রূপগঞ্জের হাজী রফিজউদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, মাগুরা সদরের তিতারখাপাড়া মাধ্যমিক বি. সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলাম, সূবর্ণচরের পূর্বচরবাটা স্কুল এন্ড কলেজের সহ-শিক্ষক মো. আবুল কালাম আজাদ, যশোরের বিমানবন্দর হাইস্কুলের সহকারী শিক্ষক মো. ইরফান খান ও এস এ সাগর।
পরে এ কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে বলে স্বাগত বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশ্বাস ওয়াহিদুজ্জামান জানান। এজন্য সারা বছরই ইমেইল বা শিক্ষা ফাউন্ডেশন বাংলাদেশ, রেলরোড, যশোর-এ ঠিকানায় ডাকডোগে তথ্য দেয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মানবসেবা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাহবুব আখতার ও আশরাফ ওয়েলফেয়ার সেন্টারের প্রতিষ্ঠাতা আশরাফ হোসেন স্বপন।
এ সময় বক্তারা বলেন, শিক্ষকতা কোনো পেশা নয়, নেশা। এর মাধ্যমে সমাজ বির্নিমাণের ব্যাপক সুযোগ রয়েছে। এ পেশায় যে যতো ত্যাগ তিতিক্ষা দেখাবেন তিনি ততো স্মরণীয় হবেন। বর্তমানে দেশের পরিবর্তিত প্রেক্ষিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের বিশেষ গুরুত্ব বৃদ্ধি পেয়েছে বলে বক্তারা উল্লেখ করেন।
সভার শুরুতে বৈষ্যম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শিক্ষক সমাজকে নিয়ে লেখা পৃথিবীর শ্রেষ্ঠ কবিতা শিক্ষা গুরুর মর্যাদা কবিতাটি পাঠ করে শোনান কবি কাজী কাদের নওয়াজের ভ্রাতুস্পুত্র কাজী সাহেদ নওয়াজ।