দৈনিক শিক্ষাডটকম, যশোর : নতুন শিক্ষাবর্ষের আর মাত্র তিন সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু যশোরের তিন উপজেলায় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর জন্য বরাদ্দকৃত নতুন বই এখনো পৌঁছেনি বলে সংশ্লিষ্ট বিদ্যালয় সূত্রে জানা গেছে। এসব উপজেলার মধ্যে রয়েছে চৌগাছা, কেশবপুর ও ঝিকরগাছা। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছেন, চলতি মাসের মধ্যে বাকি সব বই চলে আসবে। আগামী বছরের শুরুতে শিশু শিক্ষার্থীরা হাতে বই পেয়ে যাবে।
এদিকে জেলার আট উপজেলায় প্রাথমিকে বইয়ের চাহিদা রয়েছে ১৩ লাখ ৩৯ হাজার ৫৫১টি। এরই মধ্যে ১১ লাখ ৯৪ হাজার ৯৫টি বই এসেছে। বইপ্রাপ্তির হার ৮৯ শতাংশ। বাকি ১১ শতাংশ অর্থাৎ ১ লাখ ৪৫ হাজার ৪৫৬টি বই এখনো পায়নি যশোর জেলা শিক্ষা অফিস।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এক পরিসংখ্যানে জানা গেছে, না পাওয়া সব বই চৌগাছা, কেশবপুর ও ঝিকরগাছা উপজেলার দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর। জেলায় প্রথম শ্রেণীর বইয়ের চাহিদা রয়েছে ১ লাখ ৮০ হাজার ৮২২টি, দ্বিতীয় শ্রেণীর চাহিদা রয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮৮৯, তৃতীয় শ্রেণীর ৩ লাখ ৪৬ হাজার ৭৭৬, চতুর্থ শ্রেণীর ৩ লাখ ৩২ হাজার ৯২৮ এবং পঞ্চম শ্রেণীর বইয়ের চাহিদা রয়েছে ৩ লাখ ২ হাজার ১৩৬টি। এর মধ্যে যশোর সদর, বাঘারপাড়া, মণিরামপুর, শার্শা ও অভয়নগরের প্রাথমিক বিদ্যালয়গুলোয় শতভাগ নতুন বই এসেছে।
এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মোফাজ্জল হোসেন খান বলেন, ‘আমাদের চাহিদার প্রায় সব বই এসে গেছে। তিনটি উপজেলার জন্য বরাদ্দকৃত বই এখনো পাইনি। চলতি মাসের মধ্যে মধ্যে বাকি বই চলে আসবে। আমরা বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেব।’