ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করার পর গাজার সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে ইসরায়েল। তারা বলেছে, গাজায় সামরিক অভিযানের লক্ষ্য হচ্ছে- ভূখণ্ডটির সঙ্গে সব যোগাযোগ ছিন্ন করা।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছেন, একবার হামাস পরাজিত হয়ে গেলে ইসরায়েল গাজাবাসীর জন্য তাদের “সব দায়িত্ব শেষ।'
গাজায় অবিরাম বিমান হামলা এবং মিশরের সঙ্গে সীমান্তে সাহায্য বন্ধ থাকার মধ্যে ইসরায়েল ভূখণ্ডটির সঙ্গে সম্পর্ক ছিন্নের পরিকল্পনা নিয়ে বিবৃতি দিল।
সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত পার্লামেন্টারি কমিটিকে বলেছেন, অভিযানের প্রথম পর্যায়ের লক্ষ্য হামাসের অবকাঠামো ধ্বংস করা। এরপর হামাসের প্রতিরোধ স্থলগুলো ধ্বংস করা হবে। আর তৃতীয় পর্যায়ে গাজার সাধারণ জনগণের জন্য ইসরায়েলের দায়িত্ব শেষ করে ইসরায়েলের নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠার করা হবে।