যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কর্লাস প্রোগ্রাম - দৈনিকশিক্ষা

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কর্লাস প্রোগ্রাম

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |
উচ্চশিক্ষা ও গবেষণার জন্য প্রতিবছর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমান দেশের বহু শিক্ষার্থী। নানা বিচিত্র বিষয়ে পড়ার সুযোগ আছে সে দেশে। পড়াশোনার মান, পরিবেশ, গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ-সুবিধার জন্য যুক্তরাষ্ট্র সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে অত্যন্ত আগ্রহের গন্তব্য। বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পর্যায়ের অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেশটিতে। 

 

 
 
দেড় মাসের একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রের যেকোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ দিচ্ছে ইউনাইটেড স্টেটস ইনস্টিটিউট স্কর্লাস প্রোগ্রাম (সুসি)। এ প্রোগ্রামে স্নাতকোত্তর পর্যায়ে-২০২৫ শিক্ষাবর্ষে স্বল্পমেয়াদি পেশাগত উন্নয়নের সুযোগ গ্রহণে আগ্রহী বাংলাদেশসহ প্রোগ্রামের জন্য তালিকাভুক্ত দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
 
এ প্রোগ্রামে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি দুই সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে। প্রোগ্রামটিতে প্রতিষ্ঠানের পাঠক্রমকে জোরদার করতে এবং যুক্তরাষ্ট্রের সমাজ, সংস্কৃতি ও মূল্যবোধ সম্পর্কে বোঝাপড়াকে আরো গভীর করতে কার্যক্রমটি অধ্যয়ন ও দক্ষতা অর্জনের এক অনন্য সুযোগ এনে দেবে। এ বছরের প্রোগ্রাম হলো ‘গ্লোবাল স্টুডেন্ট লিডারস অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট’। প্রোগ্রামে পাঁচ সপ্তাহের মধ্যে চার সপ্তাহ কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাঠ নিতে হবে। বাকি এক সপ্তাহ যুক্তরাষ্ট্রের নানা অঞ্চলে স্টাডি ট্যুরের সুযোগ রয়েছে।
 
এ প্রোগ্রামের সম্ভাব্য তারিখ আগামী বছরের ২৪ জুন থেকে ২৬ জুলাই। এ প্রোগ্রামে একাডেমিক রেসিডেন্সি চলাকালে অংশগ্রহণকারীরা শ্রেণিকক্ষের বাইরে শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন। রেসিডেন্সিতে সেমিনার, আলোচনা, পাঠ, দলীয় উপস্থাপনা ও বক্তৃতা থাকবে। কোর্সওয়ার্ক এবং শ্রেণিকক্ষের ক্রিয়াকলাপের সঙ্গে শিক্ষামূলক ভ্রমণ, সাইট পরিদর্শন, নেতৃত্বের কার্যকলাপ এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করারও সুযোগ থাকবে।
 
মার্কিন দূতাবাস আদিবাসী গোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জাতিগত সংখ্যালঘুসহ ঐতিহাসিকভাবে কম প্রতিনিধিত্ব করা সম্প্রদায়ের অংশগ্রহণকারী ব্যক্তিদের স্বাগত জানায় এ প্রোগ্রামে।
 
যেসব সুযোগ-সুবিধা
 
এই প্রোগ্রামের অর্ন্তভুক্ত থাকছে বিমানে আসা-যাওয়ার খরচ ও যুক্তরাষ্ট্রের ভেতরে সকল যাতায়াত খরচ। এছাড়া থাকছে ছয় সপ্তাহের প্রতি বেলার খাবার এবং আবাসন ব্যবস্থা।
 
যেসব যোগ্যতা লাগবে
 
• যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী অধিবাসী হলে আবেদন করা যাবে না। 
• বাংলাদেশের নাগরিক হতে হবে এবং একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে। 
• যুক্তরাষ্ট্র সম্পর্কে সীমিত জ্ঞান বা অভিজ্ঞতা থাকতে হবে। 
• যুক্তরাষ্ট্রের জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে। 
• অংশগ্রহণকারীদের অবশ্যই তাদের ডিগ্রি সম্পন্ন করে বাড়িতে ফিরে যেতে রাজি থাকতে হবে।
• ইংরেজি ভাষায় (স্পিকিং, রিডিং, রাইটিং ও লিসেনিং) দক্ষতা থাকতে হবে। 
• জলবায়ু–সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকতে হবে। 
• বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। 
• আবেদনের সময় স্নাতক অধ্যয়নের প্রথম, দ্বিতীয় বা তৃতীয় বর্ষে থাকতে হবে। 
• একাডেমিক কৃতিত্ব থাকতে হবে, যেমন ভালো গ্রেড, পুরস্কার ও শিক্ষকের সুপারিশ। 
• পাঠ্যক্রমবহির্ভূত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে। 
• বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেশার আগ্রহ থাকতে হবে। 
 
আবেদন প্রক্রিয়া 
 
ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেয়া নির্ধারিত ফরম পূরণ করে আবেদন করতে হবে। এই লিংকে গিয়ে আবেদন করতে পারবেন:  https://bd.usembassy.gov/wp-content/uploads/sites/151/2024/09/SUSI-Student-Application-form-2025.pdf । এছাড়া প্রোগ্রামবিষয়ক যেকোনো তথ্যের জন্য ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]
 
আবেদনের শেষ সময়
 
প্রোগ্রামটির জন্য আবেদন করা যাবে আগামী ১৪ নভেম্বর ২০২৪ বিকেল সাড়ে চারটা পর্যন্ত।

 

ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো - dainik shiksha ইএফটিতে বেতন দিতে এমপিও আবেদনের সময় এগোলো জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর - dainik shiksha জবিতে ভর্তির প্রাথমিক আবেদন শুরু ১ ডিসেম্বর সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ - dainik shiksha সরকারি-বেসরকারি স্কুলে ভর্তি: দশ দিনে আবেদন প্রায় ৬ লাখ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা - dainik shiksha বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৮ সদস্যের কমিটি ঘোষণা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান - dainik shiksha ধারণা বাড়াতেই পাঠ্যক্রমে তথ্য অধিকার আইন বিষয় যুক্ত: এনসিটিবি চেয়ারম্যান কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি - dainik shiksha শিক্ষক নিবন্ধন ভাইভা: ২১তম দিনে যেসব প্রশ্নের মুখোমুখি সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ - dainik shiksha সরকারি কলেজ প্রদর্শকদের পদোন্নতির খসড়া প্রকাশ সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ - dainik shiksha সুইডেনে স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন - dainik shiksha পঞ্চমে ফিরছে বৃত্তি পরীক্ষা, বার্ষিকে ৪ স্তরে মূল্যায়ন দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.0039689540863037