যুবলীগ সভাপতি পরশের সঙ্গে আড়াই মাস পর বরিশালে সাদিক আব্দুল্লাহ - দৈনিকশিক্ষা

যুবলীগ সভাপতি পরশের সঙ্গে আড়াই মাস পর বরিশালে সাদিক আব্দুল্লাহ

বরিশাল প্রতিনিধি |

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস তাপসকে সঙ্গে নিয়ে দীর্ঘ ৭৮ দিন পর বরিশাল ফিরেছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। 

গত ১২ জুন অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাদিকের চাচা আবুল খায়ের আবদুল্লাহ মেয়র নির্বাচিত হন। এতে সাদিকবিরোধী বলয় আরও শক্তিশালী হয়ে উঠতে শুরু। পরিবর্তিত পরিস্থিতিতে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে তিনি সড়কপথে বরিশাল ফেরেন।

গত ৫ এপ্রিল থেকে সাদিক আবদুল্লাহ ঢাকায় অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকদিন ছিলেন ভারতের আজমির শরীফে।

বরিশালের সাদিক অনুসারী আওয়ামী লীগ নেতাকর্মীরা আগে থেকেই বরিশাল নগরীর প্রবেশমুখ গড়িযারপাড় মোড়ে অপেক্ষা করছিলেন। সেখানে পৌঁছার পর সাদিক ও যুবলীগ চেয়ারম্যান পরশকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে নেতাকর্মীরা শতাধিক মোটরসাইকেলসহ শোভাযাত্রা করে তাদের কালিবাড়ি সড়কে সাদিকের বাসা পর্যন্ত পৌঁছে দেন। এসময় ছাদ খোলা গাড়ি থেকে হাত নেড়ে সাদিক তার কর্মী-সমর্থকদের শুভেচ্ছা জানান।

আগামী শনিবার বরিশাল নগর ভবনের সামনে শান্তি সমাবেশ করবে যুবলীগ। এ উপলক্ষে প্রস্তুতি সভা করতে সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বরিশাল এসেছেন। সাদিক আবদুল্লাহ তার তার সঙ্গে এসেছেন। তারা সম্পর্কে আপন মামাতো-ফুফাতো ভাই। এ ছাড়া আগামীকাল শুক্রবার আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে সাদিকের।

সাদিকপন্থী হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নাঈমুল ইসলাম লিটু বলেন, আমরা আগেও যেভাবে সাদিকের রাজনীতি করেছি, এখনও সেভাবে মাঠে থাকব।

বরিশাল সিটি নির্বাচনের মনোনয়নপত্র কিনতে গত ৪ এপ্রিল রাতে লঞ্চযোগে ঢাকা যান মেয়র সাদিক। কিন্তু আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের ১৫ এপ্রিলের সভায় তার চাচা আবুল খায়ের আবদুল্লাহকে দলীয় মনোয়ন দেওয়া হয়। এরপর থেকে বরিশালে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করে। নগর রাজনীতিতে গত ১০ বছরের একক আধিপত্য হারান সাদিক। এমনকি ১২ জুনের নির্বাচনে চাচাকে ভোট দিতেও বরিশাল আসেননি তিনি।

বরিশাল সিটি করপোরেশনে সাদিক আবদুল্লাহর পরিষদের মেয়াদ শেষ হবে আগামী ১৪ নভেম্বর। তবে মেয়র হিসেবে আবুল খায়ের আগামী ৩ জুলাই শপথ গ্রহণ করবেন বলে জানা গেছে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0060949325561523