ব্ল্যাকহেডসের সমস্যা রয়েছে অনেকেরই। ১৫ দিন অন্তর পার্লারে গিয়ে, ঘরোয়া উপায়ে নাকের যত্ন নিয়েও ব্ল্যাকহেডস দূর হতে চায় না কিছুতেই। এক বার গেলেও ফের ফিরে আসতে সময় নেয় না। তবে ব্ল্যাকহেডস দূর করার আরও একটি উপায় রয়েছে। নিয়মিত এই তিন ধরনের পানীয় খেলে মিলতে পারে ব্ল্যাকহেডস থেকে মুক্তি।
লেবু দিয়ে গ্রিন টি
ওজন নিয়ন্ত্রণে রাখতে গ্রিন টি খান অনেকেই। তবে এই চায়ের যে ব্ল্যাকহেডস দূর করার গুণ আছে, তা অনেকেই জানতেন না। গ্রিনটি’তে রয়েছে শরীরের যাবতীয় টক্সিন দূর করে ত্বক পরিষ্কার রাখে। তবে চায়ে যদি লেবুর রস মিশিয়ে নিতে পারেন, ব্ল্যাকহেডস হওয়ার আশঙ্কা কম থাকে।
নিম এবং মধু
ব্ল্যাকহেড্সের সমস্যা থাকলে নিম চা খেতে পারেন। এই পানীয়ে মিশিয়ে নিতে পারেন কয়েক চামচ মধু। ব্ল্যাকহেড্স নাকের উপর সহজে বাসা বাঁধতে পারবে না।
আমলকি এবং আদা
দু’টি জিনিসেই উপকারী উপাদানের অভাব নেই। শরীরের যত্ন নেয় তো বটেই। সেই সঙ্গে আমলকি এবং আদার গুণে ব্ল্যাকহেডসের সমস্যা সহজে দূর হয়। আমলকি এবং আদা দিয়ে একটি পানীয় বানিয়ে নিতে পারেন। সপ্তাহে দু’দিন খেলেই উপকার পাবেন।
সূত্র: আনন্দবাজার