বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা যদি নিজেকে তাঁর দায়িত্ব পালনে যথেষ্ট যোগ্য ও যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন, ততটুকুর উপযুক্ত মনে না করেন, তাহলে তাঁর নিজে থেকে ভালো কিছু খুঁজে নেয়া উচিত।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রোববার রাতে ছাত্রদের ওপর কতিপয় আনসার সদস্যের হামলার প্রতিবাদ, ষড়যন্ত্রকারী সাবেক ডিজিসহ সবার বিচার, প্রশাসনকে ফ্যাসিবাদমুক্ত করার দাবিতে এই সমাবেশ হয়।
সারজিস বলেন, ছাত্রদের ওপর হামলার জন্য দায়ীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করতে হবে। তাদের মূলোৎপাটন করতে হবে।
তিনি বলেন, ‘আমরা কাউকে যৌক্তিক সমালোচনায় ছাড় দেব না। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশে বলতে চাই, এখনও কেন পুলিশ পুরোদমে মাঠে নেই? কীভাবে আনসার সদস্যরা ছাত্র-জনতার ওপর বুলেট নিক্ষেপ করল? তাদের খুঁজে বের করতে হবে।
তিনি বলেন, যারা চক্রান্তে জড়িত ছিল, তাদের আনসারের সব সুবিধা থেকে অব্যাহতি দিতে হবে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক লুৎফুর রহমান ও হাসিব আলম ইসলাম প্রমুখ।