নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্ত্রীর করা মামলায় গ্রেফতার হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম।
গতকাল সোমবার গভীর রাতে রংপুরের ধাপ শ্যামলী লেন এলাকা থেকে তাকে গ্রেফতার করে মহানগর কোতোয়ালি পুলিশ। মহানগর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই কর্মকর্তার স্ত্রী থানায় মামলা করেছিলেন। সেই মামলার গ্রেফতারি পরোয়ানা থানায় এলে তাকে গ্রেফতার করে চালান দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ৮ নভেম্বর পীরগঞ্জ থানায় স্বামী আরিফুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন স্ত্রী লায়লা আরজুমান বানু পাপ্পু। যৌতুকের টাকা দিতে না পারায় স্ত্রীকে একবার তালাকও দেন আরিফুল। পরিবার ও স্থানীয়দের সহায়তায় আবার সংসার শুরু করলেও আবারও যৌতুকের চাপ প্রয়োগ ও মারধর করে আরিফুল। এমন পরিস্থিতিতে বাধ্য হয়েই থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন স্ত্রী লায়লা আরজুমান বানু পাপ্পু।