সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শাহ আজমের পদত্যাগ চেয়ে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ট্রেজারার অধ্যাপক ফিরোজ আহম্মেদসহ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে অবরুদ্ধ করে প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে মঙ্গলবার পদত্যাগের জন্য আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসিকে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেন। ভিসি পদত্যাগ না করায় বৃহস্পতিবার থেকে আমরণ অনশন শুরু করেন।
শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী, ফ্যাসিস্ট হাসিনার এজেন্ডা বাস্তবায়নে ভিসি ড. শাহ আজম ক্ষমতার অপব্যবহার করেছেন। অযোগ্যদের সুবিধা দিয়েছেন। শিক্ষক-শিক্ষার্থীদের নানা সময় রাজনৈতিক কর্মসূচিতে যেতে বাধ্য করেছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে একটি রাজনৈতিক দলের এজেন্ডা বান্তবায়ন ঘৃণিত অপরাধ। তাই স্বৈরাচারী ভিসিকে পদত্যাগ করতে হবে।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন– সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী হাবিব আদনান, ২য় বর্ষের শিক্ষার্থী হৃদয় গাজী ও সংগীত বিভাগের ৩য় বর্ষের ছাত্র হৃদয় সরকার প্রমুখ।
এ বিষয়ে কথা হলে ভিসি ড. শাহ আজম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দেওয়া ১৩ দফা দাবিতে পদত্যাগের বিষয়টি ছিল না। হঠাৎ করেই আন্দোলনের বাইরে থাকা ৮-১০ জন শিক্ষার্থী আমার পদত্যাগ চান। গত মঙ্গলবার তারা আলটিমেটাম দিয়েছিলেন। বৃহস্পতিবার সকাল থেকে আবার অনশন শুরু করেছেন। এক হাজার ২০০ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৮-১০ শিক্ষার্থী প্রতিষ্ঠানের সবকিছু নন। সাধারণ শিক্ষার্থীরা চাইলে অবশ্যই পদত্যাগ করব।