পদত্যাগ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: শাহ্ আজম। বৃহস্পতিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং মহামান্য রাষ্ট্রপতির কাছে উপাচার্য পদ থেকে পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে প্রফেসর ড. মো: শাহ্ আজম উল্লেখ করেন যে, গত ৭ ডিসেম্বর ২০২১ খ্রিষ্টাব্দে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করি। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিকভাবে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান। শিক্ষা ও গবেষণায় উপযুক্ত পৃষ্ঠপোষণা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার বিস্তার ও গবেষণায় একটি আদর্শ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠবে। আশা করি বিশ্ববিদ্যালয়টি আপনার পৃষ্ঠপোষণা অর্জনে সমর্থ হবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের কাছে আমার অশেষ কৃতজ্ঞতা। বর্ণিত অবস্থায় আমার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি।'
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো: শাহ আজম ২০২১ খ্রিষ্টাব্দের ৭ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হন।